
মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজস্ব উন্নয়ন তহবিল ২০২৫-২৬ অর্থবছরের আওতায় প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা সামগ্রী এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। মূলত প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে ২০ জন শারীরিক প্রতিবন্ধীর চলাচলের সুবিধার জন্য উন্নত মানের হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া ৫ জন কর্মক্ষম প্রতিবন্ধীকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রয়োজনীয় মালামালসহ দোকান ঘর হস্তান্তর করা হয়। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৫ জন প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে যুব সমাজের ২০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ এবং ২০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান করা হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক প্রশিক্ষণ ও সহায়তা পেলে তারাও সম্পদে পরিণত হবে। যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে বেকারত্ব দূর করাই এ ধরনের প্রকল্পের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।